শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

পোকায় ধরা লাশ পড়ে ছিল ঘরে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনায় নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের পোকায় ধরা গলিত লাশ পড়ে ছিল ঘরে। খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। তিনি ওই বাসায় একাই থাকতেন। বিয়েও করেননি। এ ছাড়া যাত্রাবাড়ীর একটি বাসা থেকে মো. নাহিদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

গতকাল রমনা থানার এসআই সুজন চন্দ্র দে বলেন, রমনার ৭ নম্বর বিজয়নগরের দ্বিতীয় তলা বাড়ির নিচ তলার বাসা থেকে মৃতের স্বজনদের উপস্থিতিতে বৃদ্ধ নাজমুল হাসানের গলিত পোকা ধরা লাশ উদ্ধার করা হয়। মৃতের ছোট বোন উত্তরার বাসিন্দা শামীমা নার্গিস জানিয়েছেন, ভাই বাবার সম্পত্তি দেখাশোনা করতেন। বাসায় একাই থাকতেন। গত ৯ মে ফোনে বলেছিলেন, তিনি অসুস্থবোধ করছেন, তার রুমের ফ্যানটি নষ্ট হয়ে গেছে। পরে কয়েকদিন ফোন করলেও তিনি ফোন ধরেননি। এসে দেখি তিনি মারা গেছেন। এদিকে যাত্রাবাড়ীর ধলপুরের একটি বাসায় নাহিদ গলায় ফাঁস নেন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের ফুপাতো ভাই মোশাররফ হোসেন বলেন, গত এক সপ্তাহ আগে সে বায়না ধরেছিল মোটরসাইকেল কিনে দিতে হবে। বাবা তা কিনে দেয়নি, হয়তো সে কারণে আত্মহত্যা করতে পারে। মৃতের চাচা হানিফ ব্যাপারী বলেন, গত মঙ্গলবার বাবা ও মায়ের সঙ্গে তর্কাতর্কি হয় নাহিদের। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছোট। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার চরবাটিকায়।

সর্বশেষ খবর