শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

১০ বছরে সংবাদ সম্মেলন করেননি মোদি

প্রতিদিন ডেস্ক

১০ বছরে সংবাদ সম্মেলন করেননি মোদি

ভারতে ১০ বছরের প্রধানমন্ত্রিত্বকালে একটিও সংবাদ সম্মেলন করেননি নরেন্দ্র মোদি। খুব সামান্য কিছু সাক্ষাৎকার দিয়েছেন। গতকাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের চার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন তিনি। ওই সময় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন না। তিনি বলেন, ‘সংবাদমাধ্যম এখন আর আগের মতো নেই। যার মূল কথা, এখনকার গণমাধ্যম নিরপেক্ষ নয়।’ সূত্র : আনন্দবাজার।

মোদি জানান, সংবাদমাধ্যম এখন এক অন্য পথে ব্যবহৃত হচ্ছে, সেই পথে তিনি যেতে চান না। তিনি আরও বলেন, ‘আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। আমি দরিদ্র মানুষের বাড়ি যেতে চাই। আমি বিজ্ঞান ভবনের ফিতে কেটে ছবি তুলতেই পারি, কিন্তু আমি তা করি না। আমি ঝাড়খন্ডের একটা ছোট্ট গ্রামে চলে যাই, সেখানে ছোট প্রকল্পের কাজ করি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এক নতুন কর্মসংস্কৃতি এনেছি, মিডিয়ার তা পছন্দ হলে বলবে, না হলে বলবে না।’ এরপর তিনি বলেন, সংবাদমাধ্যম এখন আর কোনো আলাদা সত্তা নয়। আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদমাধ্যম, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তাকে ছাড়াই আম জনতার সঙ্গে যোগাযোগ করা যায়। তা ছাড়া মোদির মতে, তিনি জবাব দিতে বাধ্য সংসদে এবং সেখানেই সমস্ত প্রশ্নের উত্তর দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর