শিরোনাম
শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

নিজেকে ভাগ্যবান ভাবছেন তাসকিন

নিজেকে ভাগ্যবান ভাবছেন তাসকিন

কোনো ক্রিকেটারের জন্য দল ঘোষণা করতে দুই দিন পিছিয়েছে ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন নজির খুব কমই রয়েছে। সেই ভাগ্যবান ক্রিকেটার তাসকিন আহমেদ। ডান হাতি ফাস্ট বোলারের ফিটনেসের জন্য দল ঘোষণা পিছিয়েছে বিসিবি। শুধু দল ঘোষণা পেছানো নয়, তাসকিনকে সহঅধিনায়ক নিয়ে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে। অথচ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ইনজুরির জন্য শেষ মুহূর্তে দলে সুযোগ পাননি ডান হাতি ফাস্ট বোলার। গতকাল বিসিবির ডিজিটাল প্ল্যাটফরমে তাসকিনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, এ মুুহূর্তে সুস্থ বোধ করছেন। তিনি বলেন, ‘আমি এখন অনেক ভালো অনুভব করছি। দলেও আছি, সহঅধিনায়কও হয়েছি। শুকরিয়া আল্লাহর কাছে। দল ঘোষণা যখন পিছিয়েছে, একটা জিনিসই মনে পড়েছে যে ২০১৯ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল ঘোষণা দুই দিন পিছিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের। চেষ্টা করব এ সম্মানের মূল্য দেওয়ার।’ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর