রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

ভোটের মাধ্যমে সরকার গঠনের সুযোগ দিন

নিজস্ব প্রতিবেদক

ভোটের মাধ্যমে সরকার গঠনের সুযোগ দিন

এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বর্তমান সরকার বিগত ১৫ বছর ধরে বাকশালী কায়দায় দেশ শাসন করছে। এখন ক্ষান্ত হন। জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ দিন। আমি না থাকলে দেশ চলবে না এ ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান। গতকাল রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অলি আহমদের পাশেই বসা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় নেতা নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কেকিউ স্যাকলায়েন প্রমুখ। অলি আহমদ বলেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস এবং স্বৈরশাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী। প্রত্যাশা থাকবে, ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক করা থেকে বিরত থাকবে বরং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে। তিনি আরও বলেন, দেশে লুটতরাজের কারণে প্রবাসীরা রেমিট্যান্সের টাকা পাঠানো থেকে বিরত রয়েছে। ডলার সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার জন্য মেগা প্রকল্পগুলো অনেকাংশে দায়ী। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে এবং দেশীয় মুদ্রার তারল্য সংকট প্রতীয়মান। খুব শিগগিরই এ অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খোলা নেই।

সর্বশেষ খবর