রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা
কেন্দ্রীয় ব্যাংক নিয়ে কাদের

বিশ্বের কোন দেশে সাংবাদিক অবাধে ঢুকে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ধারাবাহিকতা এবং স্থায়িত্বের কারণে দেশের এত উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিশ্বের কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা অবাধে ঢুকতে পারে- এই প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দরকারি তথ্য সব ওয়েবসাইটে আছে, আপনি কার্যালয়ের ভিতরে ঢুকবেন কেন?  রিজার্ভ কমে ১৩ বিলিয়নে নেমে আসায় অনেক অর্থনীতিবিদ উদ্বেগ প্রকাশ করেছেন- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে রিজার্ভ ১৯-২০ বিলিয়ন ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এখন আবার আমাদের রপ্তানি আয় বাড়ছে, সেই সঙ্গে রেমিট্যান্সও বাড়ছে। এই মুহূর্তের যে প্রবণতা, এইগুলো বাড়লে রিজার্ভও বাড়বে।  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণমাধ্যমে দেখলাম বিএনপি নাকি তাদের ভারত বিরোধিতা পুনর্বিবেচনা করে দেখবে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি না! আসলে তাদের সামনে কোনো ইস্যু নেই। তারা যে আছে শুধু এটা বোঝানোর জন্য কিছু একটা সামনে আনে। শেষ পর্যন্ত তাদেরকে গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে আসতে হয়েছে।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, বাকশাল একক কোনো দল নয়, ছিল জাতীয় দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এখন সেই বাকশালকে একটা গালিতে পরিণত করার দুরভিসন্ধি করছেন বিএনপি নেতারা।

সর্বশেষ খবর