রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা

কূটনৈতিক প্রতিবেদক

কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে দলবেঁধে হামলা চালিয়েছেন স্থানীয়রা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত হওয়ার দাবিও করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আহতদের মধ্যে ভারত ও পাকিস্তানি শিক্ষার্থীরা রয়েছেন। বিদেশি শিক্ষার্থীদের ওপর বেপরোয়া এ হামলায় আতঙ্কে রয়েছেন সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। সেখানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরের ভিতরে এবং সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস। জানা যায়, কিরগিজস্তানে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় ১ হাজার ২০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। সরকারি মেডিকেলের শিক্ষার্থীরা নিরাপদে থাকলেও সমস্যার পড়েছেন বেসরকারি মেডিকেলের ৯ শতাধিক শিক্ষার্থী। তারা একরকম গৃহবন্দি হয়ে পড়েছেন। কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সালমান ফারসী সিয়াম বিবিসিকে জানিয়েছেন, কিরগিস্তানের স্থানীয়রা বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, মিসরীয়সহ সব বিদেশি শিক্ষাথীদের ওপর শুক্রবার রাতে আক্রমণ করেছে। এখানে এখন কেউ নিরাপদে নেই। যেখানেই বিদেশি পাচ্ছে, সেখানেই মারছে। এখানে পুলিশ আছে, কিন্তু তারা আমাদের কাউকে সাহায্য করছে না। তিনি জানান, শুক্রবার রাত ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই হামলা চলে। এ সময়ে ৮ শতাধিক মানুষকে মারধর করেছে। যেসব শিক্ষার্থী হোস্টেলে ছিল সবার ওপর হামলা চালিয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, গত ১৩ মে একদল মিসরীয় শিক্ষার্থীর সঙ্গে কিরগিজ শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কী নিয়ে তাদের মধ্যে এ বিরোধ বেঁধেছিল তা নিশ্চিত নয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে কিরগিজ রাজধানীতে বেশ কিছু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ও বেসরকারি আবাসনে হামলা চালান স্থানীয়রা। এসব হোস্টেল ও ভবনে মূলত বিদেশি শিক্ষার্থীরা বসবাস করেন।

সর্বশেষ খবর