সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

রাষ্ট্র যাচ্ছে দখলদারিত্বের দিকে

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র যাচ্ছে দখলদারিত্বের দিকে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, রাষ্ট্রের ক্ষমতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে থাকলেও সমাজটা চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে। শুধু সমাজ নয়, রাষ্ট্রও ধীরে ধীরে তাদের দখলদারিত্বের দিকে এগিয়ে চলছে। এগুলো প্রতিরোধ করতে হলে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ জন্য শুধু সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে হবে না। তরুণ প্রজন্মকেও অগ্রগামী ভূমিকা রাখতে হবে। গতকাল ওয়ার্কার্স পার্টি কার্যালয় চত্বরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘৮১-তে জনতার মেনন উদযাপন কমিটি’র উদ্যোগে “মুক্তিযুদ্ধ, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক আন্দোলন” শীর্ষক এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কৃষক সমিতির সভাপতি এস এম এ সবুর, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক, ডা. মুশতাক হোসেন, সংস্কৃতিসেবী গোলাম কুদ্দুস প্রমুখ। হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে এই মুহূর্তে কিছু ত্রুটি ও ঘাটতিসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দেশ চালাচ্ছে। সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যে কোনো মূল্যে উৎখাতের জন্য রাজাকার পক্ষ জোর প্রচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে বামপন্থিরা কীভাবে ভূমিকা রাখবে সেটি যদি নিষ্পত্তি করতে না পারি তাহলে একদিন সাম্রাজ্যবাদের লেজুর রাজাকার পক্ষকে ক্ষমতায় দেখতে হবে। দিলীপ বড়ুয়া বলেন, বামপন্থিদের শক্তি নেই ভোট নেই বলে আজকে অনেকে আমাদের অবহেলা করে। আজ অনেকে ক্ষমতার রঙিন চশমা দিয়ে অনেক কিছু দেখেন, অবজ্ঞা করেন। রাজনৈতিক সততা ও আদর্শ থেকে আমরা ১৪ দলের সঙ্গী হয়েছিলাম। আজ ক্ষমতার মোহে মোহাচ্ছন্ন হয়ে তারা তা ভুলে যাচ্ছে।

ফজলে হোসেন বাদশা বলেন, আমরা ঐক্যবদ্ধ জোট ও সংগ্রামের মধ্যে রাজনীতির পট পরিবর্তন করেছিলাম। জোটের সেই রাজনীতি থেকে আমাদেরকে অনেক দূর সরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর