বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

জামায়াত নেতা আজহারসহ ১১ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল থানার নাশকতা মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১১ জনকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মোবারক হোসেন, হাসান আল মানুন, আবু তাহের মেজবা, সাইফুল ইসলাম, আবুল কাশেম, আশরাফুজ্জামান, জাহাঙ্গীর, ইব্রাহিম, জরিফ ও রেদুয়ান। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। দন্ডবিধির পৃথক দুই ধারায় আসামিদের এ কারাদন্ডের আদেশ দেন বিচারক। আসামিদের দন্ডবিধির ৪৩৫ ধারায় দেড় বছর ও ১৪৩ ধারায় তাদের ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় এ টি এম আজহারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অন্য ১০ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভুক্ত সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের নভেম্বর মাসে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার পর এ টি এম আজহারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। রায়ের বিষয়ে এ টি এম আজহারের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, এ মামলার বিচার চলাকালে মাত্র চারজন পুলিশ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। নিরপেক্ষ কোনো সাক্ষী সাক্ষ্য দেননি। আর যেসব পুলিশ সদস্য সাক্ষ্য দিয়েছেন তারাও তাদের জবানবন্দিতে সাজাপ্রাপ্তদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ করেননি।

সর্বশেষ খবর