বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা
মির্জা ফখরুল

খুশি হওয়ার কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর আগে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তাদের ভয়ংকর যাত্রা বন্ধ হয়নি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞাতেও খুশি হওয়ার কিছু নেই। এটা বিভ্রান্তিকর। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির একাংশের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জিয়া বাকশালে যোগ দিয়েছেন এ রকম মিথ্যাচার করা হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, যা সঠিক নয়। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এ ইতিহাস সব জায়গায় আছে। হীনমন্যতা থেকে জিয়াউর রহমানকে ছোট করা হয়। ’৭১-এ দেশ স্বাধীন হলেও দেশের মানুষের মুক্তি হয়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রথমে রাজনীতিকে নিষিদ্ধ করেছে পরে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থাকে বাতিল করে। বাকশালের সেই প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। তিনি বলেন, আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচন দিতে এত ভয় কেন? মানুষ উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না। কারণ এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আওয়ামী আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত।  আওয়ামী লীগ অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। রিজার্ভ শেষ করে দিয়েছে। রিজার্ভ তলানিতে এসে পৌঁছেছে। বাংলাদেশে ব্যাংকের দুর্নীতির তথ্য তুলে ধরার কারণে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। ব্যাংকগুলোর এমন খারাপ অবস্থা যে মার্জ করেও তা ঠিক করা যাচ্ছে না। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিয়েছে। জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড. ফরিদুজ্জামান ফরহাদ, কারি আবু তাহের, এস এম শাহাদাত মফিজুর রহমান লিটন প্রমুখ। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : জামাল হায়দার : এদিকে জাতীয় প্রেস ক্লাবে শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে পৃথক আলোচনার আয়োজন করে জাগপার আরেক অংশ। জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধানের সভাপতিত্বে ও যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আরও বক্তব্য রাখেন এহসানুল মাহবুব জুবায়ের, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

সর্বশেষ খবর