বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা

এবারও আওয়ামী লীগ নেতাদের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাদের জয়জয়কার। গতকাল রাত ১টা পর্যন্ত ৭০ উপজেলার প্রাপ্ত ফলাফল দেখা গেছে, ৪৫ উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতানেত্রীরা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিএনপির বহিষ্কৃত দুজন, কৃষক শ্রমিক জনতা লীগের একজন ও জামায়াতের একজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবারও বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কয়েকজন এমপি-মন্ত্রীর আত্মীয়স্বজন।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো  খবর থেকে এসব তথ্য পাওয়া গেছে। রংপুর বিভাগ : কুড়িগ্রাম সদরে জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রতন, উলিপুরে সাজাদুর রহমান তালুকদার সাজু, রাজারহাটে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি জয়ী হন।

রাজশাহী বিভাগ : সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি, উল্লাপাড়ায় আওয়ামী লীগ নেত্রী সেলিনা মির্জা মুক্তি, জয়পুরহাট সদরে আওয়ামী লীগের হাসানুজ্জামান মিঠু, পাঁচবিবিতে সাদেকুন নাহার শিখা, রাজশাহীর বাগমারায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, পুঠিয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ, দুর্গাপুরে শরিফুজ্জামান, বগুড়ার আদমদীঘিতে স্বতন্ত্র এমপি সাইফুল্লাহ আল মেহেদি বাঁধন খানের বাবা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়ায় যুবলীগ সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, নওগাঁর সাপাহারে শাহাজান হোসেন মন্ডল, পোরশায় শাহ মঞ্জুর মোর্শেদ চৌধূরী, নিয়ামতপুরে ফরিদ আহমেদ, পাবনার চাটমোহরে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মির্জা রেজাউল করিম দুলাল, ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা-৩ আসনের এমপি মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম, নাটোরের লালপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর জয়ী হন। খুলনা বিভাগ : মেহেরপুরের গাংনীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান খান, মিরপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হালিম, দৌলতপুরে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই ও উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, যশোরের ঝিকরগাছায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, শার্শায় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, মাগুরার মহম্মদপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান, শালিখায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্যামল কুমার দে বিজয়ী হয়েছেন। বরিশাল বিভাগ : বরিশালের হিজলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, মুলাদীতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু, পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগ নেতা আবদুল হক, কাউখালিতে স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাঈদ মিঞা, ভোলা সদরে মোহাম্মদ ইউনুছ, বোরহানউদ্দিনে মো. জাফরুল্লাহ, দৌলতখানে মঞ্জুর আলম খান, পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ওয়ানা মারজিয়া নিতু, দশমিনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইকবাল হোসেন হাওলাদার, বাউফলে আওয়ামী লীগ নেতা মো. মোশারেফ হোসেন খান, ঝালকাঠি সদরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফুর রহমান খান, নলছিটিতে মো. সালাউদ্দীন খান সেলিম, বরগুনায় মো. মনিরুল ইসলাম মনির ও বেতাগীতে মো. খলিলুর রহমান খান বিজয়ী হয়েছেন। ঢাকা বিভাগ : গোপালগঞ্জের মুকসুদপুরে মো. কাবির মিয়া, রাজবাড়ী সদরে জেলা আওয়ামী লী?গের সদস?্য এস এম নওয়াব আলী, গাজীপুরের কালিয়াকৈরে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ, নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা মঈনুজ্জামান, নিকলীতে মোকারিম, অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা এ এফ মাশুক নাজিম, টাঙ্গাইলের ভূঞাপুরে নার্গিস বেগম, ঘাটাইলে আরিফ হোসেন, কালিহাতীতে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী জয়ী হয়েছেন। তিনি আবদুল লতিফ সিদ্দিকী এমপি এবং কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তমের ছোট ভাই। ময়মনসিংহ বিভাগ : জামালপুরের দেওয়ানগঞ্জে আবুল কালাম আজাদ ও বকশীগঞ্জে নজরুল ইসলাম সাত্তার জয়ী হন। সিলেট বিভাগ : সুনামগঞ্জের তাহিরপুরে যুবলীগ নেতা আফতাব উদ্দিন, জামালগঞ্জে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা শামীম আহমদ মুরাদ, সিলেটের গোয়াইনঘাটে জেলা বিএনপির বহিষ্কৃত নেতা শাহ আল স্বপন, কোম্পানীগঞ্জে জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মজির উদ্দিন, জৈন্তাপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, হবিগঞ্জের বাহুবলে মাওলানা আনোয়ার হোসাইন জয়ী হয়েছেন। চট্টগ্রাম বিভাগ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের ফুপাতো ভাই আওয়ামী লীগ নেতা ছাইদুর রহমান স্বপন, আখাউড়ায় আওয়ামী লীগ নেতা মনির হোসেন, চাঁদপুরের হাজীগঞ্জে মো. হেলাল উদ্দিন মিয়াজী, কক্সবাজারের পেকুয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত শাফায়েত আজিজ রাজ, ঈদগাঁও উপজেলায় আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, চকরিয়ায় আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী, বান্দরবানের লামায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল, নাইক্ষ্যংছড়িতে জামায়াত নেতা তোফাইল আহমদ জয়ী হয়েছেন।

সর্বশেষ খবর