বুধবার, ২২ মে, ২০২৪ ০০:০০ টা
শিশুর লাশ নিয়ে শিয়ালের টানাহেঁচড়া

মাটি খুঁড়ে মিলল তিন লাশ

ময়মনসিংহ প্রতিনিধি

একটি গর্তে থাকা শিশুর লাশ নিয়ে টানাহেঁচড়া করছিল একটি শিয়াল। তা দেখে এলাকাবাসী ছুটে গিয়ে গর্ত খুঁড়ে দুই শিশু ও এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে। গতকাল বিকাল ৪টার দিকে ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের নয়াপাড়া কাকচর গ্রামে ঘটে এ ঘটনা। ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মধ্যবয়সী এক নারীসহ আনুমানিক দুই ও চার বছরের দুটি শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, লাশ দেখে মনে হচ্ছে বেশ কয়েক দিন আগে হত্যার পর তাদের গর্ত করে পুঁতে রাখা হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর