বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞা ব্যক্তিগত দায়ে

নিজস্ব প্রতিবেদক

সাবেক সেনাপ্রধানের নিষেধাজ্ঞা ব্যক্তিগত দায়ে

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে প্রাতিষ্ঠানিক কারণে নয়, ‘ব্যক্তিগত দায়ের’ জন্য যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞাকে মির্জা ফখরুল ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন। এনিয়ে প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, যে দফতর থেকে বা যে আইনের অধীনে তারা জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে ব্যক্তিগত দায়ের কথাই বলা হয়েছে, ইনস্টিটিউশনাল নয়। গত সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য’ বিবেচিত হবেন। গতকাল বিভিন্ন স্তরের মানুষের মুখে মুখে ছিল সাবেক সেনাপ্রধানের এই আলোচনার বিষয়টি। এর আগে ‘ইনস্টিটিউট অব এনার্জি এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ সংস্থা’র যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘২৪তম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ উচ্চ কার্বন নিঃসরণকারী দেশ নয়, বরং আমরা শিল্পপ্রধান দেশগুলোর উচ্চ কার্বন নিঃসরণজনিত কারণে জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার।

সর্বশেষ খবর