বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা
স্পেন আয়ারল্যান্ড নরওয়ে

ফিলিস্তিনকে তিন দেশের স্বীকৃতির ঘোষণা

প্রতিদিন ডেস্ক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এ দেশগুলো বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সূত্র : বিবিসি।

খবরে বলা হয়, অসলোতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, মাদ্রিদে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ২৮ মের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। উল্লিখিত ঘোষণার মধ্য দিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের একটি বহিঃপ্রকাশ ঘটল। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ১৪০টি দেশ এরই মধ্যে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাকি দেশগুলো এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে তিন দেশের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। এটিকে একটি ‘বিকৃত পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে তারা বলেছে, ‘এটি কেবল অস্থিতিশীলতাকেই বাড়িয়ে তুলবে।’ পরিস্থিতি পর্যালোচনায় আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে নিজের দূতকে ডেকেও পাঠিয়েছে ইসরায়েল।

সর্বশেষ খবর