শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

নাজমুলদের সিরিজে ফেরার ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচ শুরুর আগে শারীরিক ভাষায় দারুণ উৎফুল্ল ছিলেন নাজমুল হোসেন শান্তরা। অপরিচিত হলেও আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্র বলে হয়তো একটু বেশিই আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ম্যাচ শেষে নাজমুলদের শারীরিক ভাষায় পুরোপুরি ইউটার্ন। অভিবাসী দল যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরে মাথা নিচু করে মাঠ ছেড়েছেন। টেস্ট খেলুড়ে দেশ অথচ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই টাইগাররা পেরে ওঠেনি স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে। টি-২০ বিশ্বকাপ শুরু ২ জুন। যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্রতিবেশী কানাডা। ম্যাচটিতে আম্পায়ারিং করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নাজমুলবাহিনী ৩ ম্যাচের টি-২০

সিরিজ খেলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রথম ম্যাচ হেরে আকাশসমান চাপে পড়ে গেছে টাইগাররা। সিরিজের বাকি আছে আরও দুই ম্যাচ। সিরিজ জিততে টানা দুই ম্যাচে স্বাগতিকদের হারাতে হবে নাজমুলদের। তার আগে আজ জিতে সিরিজে ফেরাটা জরুরি। প্রথম ম্যাচের পারফরম্যান্সের চাপকে পেছনে ফেলে ম্যাচে ফেরাটা জরুরি নাজমুল, সাকিব, মাহমুদুল্লাহ, লিটনদের। প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ। ২৫ মে সিরিজের শেষ ম্যাচ। অভিবাসীদের দল বলা হয় যুক্তরাষ্ট্রকে। দেশটিতে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত ক্রিকেটাররা খেলছেন। মঙ্গলবার টস হেরে প্রথম ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৫৩ রান করেন নাজমুলরা। দুই ওপেনার ও ওপরের সারির ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন ৬ ওভারের পাওয়ার প্লেতে। ২ উইকেটে মাত্র ৩৭ রান করেন। সৌম্য সরকার ১৩ বলে ৩ চারে ২০ ও লিটন দাস ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ১৪ রান করেন। ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নাজমুল ৩, সাকিব ৬ রান করেন। তৌহিদ হৃদয় ৪৭ বলে ১২৩.৪০ স্ট্রাইক রেটে ৫৮ রান করেন। মাহমুদুল্লাহ রিয়াদ ৩১ রান করেন ২২ বলে ১৪০.৯০ স্ট্রাইক রেটে। শেষ ১০ ওভারে টাইগাররা সংগ্রহ করে ৮৮ রান। ১৫৪ রানের টার্গেটে শেষ ওভারে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। দেশটি এবার নিয়ে দ্বিতীয়বার কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয় পেল। এর আগে আয়ারল্যান্ডকে হারিয়েছে। এবার হারাল বাংলাদেশকে। ৯৪ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচসেরা হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন ৬২ রান যোগ করেন মাত্র ২৮ বলে। অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ২ ছক্কায়। হারমিত ১৩ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৩ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলেন। দুই পেসার শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান দুজনে ৮ ওভারে রান দেন ৭২।

সর্বশেষ খবর