শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলার শ্যারনপাড়ায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য পাওয়া গেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পর সদর উপজেলার শ্যারনপাড়ায় এ ঘটনা ঘটেছে। তিনি জানান, নিহতরা হচ্ছে- শ্যারনপাড়ার বাসিন্দা লাল নু বম (২২) এবং পার্শ্ববর্তী বেথানীপাড়ার বাসিন্দা থাং পুই বম (১৪)। তারা কুকিচিন ন্যাশনাল আর্মির (কেএনএ) পোশাক পরিহিত ছিল। রায়হান কাজেমী জানান, বৃহস্পতিবার বিকালে পুলিশের কাছে দুটি গুলিবিদ্ধ লাশ হস্তান্তর করে যৌথবাহিনী। পরে কড়া পুলিশি নিরাপত্তায় বিকাল সাড়ে ৫টার দিকে ময়নাতদন্তের জন্য লাশগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শ্যারনপাড়ার কাছাকাছি পৌঁছলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় যৌথবাহিনীর সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বান্দরবান সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর সেগুলোকে কড়া পুলিশি প্রহরায় বিকাল সাড়ে ৫টার দিকে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ খবর