শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

ট্রাম্পকে সমর্থন সেই নিকি হ্যালির

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পকে সমর্থন সেই নিকি হ্যালির

অবশেষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের ঘোষণা দিয়েছেন দলের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তাঁরই প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে কাজ করবেন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর। সূত্র : রয়টার্স। ওয়াশিংটনে হাডস্টন ইনস্টিটিউটে দেওয়া বক্তব্যে নিকি জানান, ট্রাম্প রাজনীতির জন্য উপযুক্ত ব্যক্তি নন, আবার প্রেসিডেন্ট বাইডেনও একজন বিপর্যয়কর ব্যক্তি। এ অবস্থায় তিনি আগামী নির্বাচনে ট্রাম্পকেই সমর্থন করবেন। তিনি তাঁর সমর্থকদেরও ট্রাম্পকে ভোট প্রদানের আহ্বান জানাবেন। নিকি হ্যালির এমন আকস্মিক সিদ্ধান্তে ট্রাম্পের রানিংমেট হওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অনেকে মনে করছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হতেই ডোনাল্ড ট্রাম্পকে হঠাৎ সমর্থনের ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি। যদিও ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন, তিনি নিকি হ্যালিকে ভাইস প্রেসিডেন্টের জন্য বিবেচনা করছেন না। ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে লেখেন, ‘নিকি হ্যালি ভিপি স্লটের জন্য বিবেচনাধীন নন, তবে আমি তাঁর মঙ্গল কামনা করি।’

সর্বশেষ খবর