শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

হোয়াইটওয়াশের শঙ্কায় শান্তরা

শেষ টি-২০ আজ

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ আজ। প্রথম দুটি ম্যাচে বাংলাদেশকে যথাক্রমে ৫ উইকেটে ও ৬ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। দুটি ম্যাচে টাইগারদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই বিধ্বস্ত করেছে অভিবাসী মার্কিন ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় টি-২০। নাজমুলবাহিনী কি পারবে হোয়াইটওয়াশ এড়াতে? ২ জুন টি-২০ বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আজকের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ টাইগারদের। কেননা এখন পর্যন্ত কোনো আইসিসি সহযোগী দেশের কাছে হোয়াইটওয়াশ হয়নি টাইগাররা। এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে যুক্তরাষ্ট্র। আইসিসি সহযোগী দেশটির বিপক্ষে কেন পারছে না। বড় কোনো জুটি গড়তে পারছেন টাইগার ক্রিকেটাররা। ব্যক্তিগত কোনো বড় স্কোর নেই। প্রথম ম্যাচে তৌহিদ হৃদয় ৫৭ রানের ইনিংস খেলেছিলেন। ৬ ওভারের পাওয়ার প্লেতে পুরোপুরি ব্যর্থ। প্রথম ম্যাচে ৬ ওভারে ৩ উইকেটে ৩৭ রান করেছিল। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে ৪৩ রান করে। এ ছাড়া বড় কোনো জুটি গড়তে না পারায় বড় স্কোরও নেই। শুধু ব্যাটাররাই নন, ভালো বোলিংও করতে পারছেন না টাইগার বোলাররা। প্রথম ম্যাচে শেষ ২৪ বলে ৫৫ রান আটকাতে ব্যর্থ হয়েছেন টাইগার বোলাররা। দ্বিতীয় ম্যাচে ১৮ বলে হাতে ৪ উইকেট নিয়েও ২১ রান করতে পারেননি ব্যাটাররা। আস্থাহীনতায় ভুগতে দেখা গেছে ক্রিকেটারদের। শটস খেলতে, স্ট্রোক খেলতে কিংবা ইয়র্কার মারতে আত্মবিশ্বাসী মনে হয়নি নাজমুলবাহিনীকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, টি-২০ ক্রিকেট পাওয়ার হিটিং জরুরি। সেটার অভাব রয়েছে টাইগার ক্রিকেটারদের। অনায়াশে ক্রিকেটাররা চার-ছক্কা মারতে পারছেন না। সেজন্য প্রথম ম্যাচে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ ও দ্বিতীয় ম্যাচে ১৯.৩ ওভারে ১৩৮ রান করেছে বাংলাদেশ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর