শিরোনাম
শনিবার, ২৫ মে, ২০২৪ ০০:০০ টা

ক্যান্সার হাসপাতালের টাকা তুলতে নিউইয়র্কে ব্যস্ত সাকিব

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ক্যান্সার হাসপাতালের টাকা তুলতে নিউইয়র্কে ব্যস্ত সাকিব

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টানা দুই টি-২০তে  লজ্জার হারে সিরিজ শেষ টাইগারদের। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর গোটা দেশে যখন টি-২০ বিশ্বকাপ নিয়ে উৎকণ্ঠায় তখন নির্বিকায় দেশের ক্রিকেটের প্রধান ভরসা সাকিব আল হাসান। তিনি নিউইয়র্কে ব্যস্ত নিজের ক্যান্সার হাসপাতালের টাকা তোলা নিয়ে। বিশ্বকাপ চলাকালে আগামী ৮ জুন তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করেছেন সাকিব।

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় সেন্ট জোন্স ইউনিভার্সিটির একটি বলরুমে। এরই মধ্যে এ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণের কাজ শুরু করেছেন সাকিবের ঘনিষ্ঠজনেরা। তাদের অন্যতম ‘শো-টাইম মিউজিক’ -এর কর্ণধার আলমগীর খান আলম এ সংবাদদাতাকে জানান, অর্থের অভাবে যারা ক্যান্সারের চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্যই মূলত কাজ করবে এ হাসপাতাল। গত বছর নিজের জন্মদিন অর্থাৎ ২৪ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। সেই ফাউন্ডেশনের ব্যানারেই হাসপাতাল প্রতিষ্ঠার জন্য নিউইয়র্কে তহবিল সংগ্রহের এ কর্মসূচি নেওয়া হয়েছে। ক্যান্সার ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠায় সাকিব উদ্বুদ্ধ হয়েছেন তাঁর শ্বশুর-শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর