রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

হোয়াইটওয়াশের লজ্জা এড়াল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের কাছে টি-২০ সিরিজ হার। বাংলাদেশের ক্রিকেটে এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে। যাক, সান্ত্বনা এই যে, টাইগাররা শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পেরেছে। টানা দুই ম্যাচে হারের পর গতকাল শেষ ও তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে দাঁড়াতেই দেননি নাজমুল হোসেন শান্তরা। প্রথমে বোলিং ও পরে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে বাংলাদেশ ১০ উইকেটে পরাজিত করেছে যুক্তরাষ্ট্রকে।

প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকরা যে মারমুখী শুরুটা করেছিল তাতে মনে হচ্ছিল বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে। মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে তা আর সম্ভব হয়নি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান তুলতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। মুস্তাফিজ ৪ ওভারের কোটা শেষে মাত্র ১০ রান দিয়ে ৬ উইকেট নেন। রিশাদ হোসেন ৪ ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট। বাকি দুই উইকেট ভাগাভাগি করেন সাকিব আল হাসান ও তাজিম হাসান। আগের দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা হতাশা ছাড়া কিছুই দিতে পারেননি। বিশেষ করে ওপেনিং নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। বিশ্বকাপে কী করবে বলা মুশকিল। তবে গতকাল তৃতীয় ম্যাচে দারুণ ব্যাটিং প্রদর্শন করেছেন দুই ওপেনার। কোনো উইকেট না হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা ঠেকিয়েছেন। তানজিদ ৪২ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৮ রান করেন। সৌম্য সরকার ৪টি ৪ ও ২ ছক্কায় ৪৩ রান করেন।

সর্বশেষ খবর