সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

বিনিয়োগ সেবা বিলম্বের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক

বিনিয়োগ সেবা বিলম্বের সুযোগ নেই

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ সেবা বিলম্ব করার কোনো সুযোগ নেই, তাই বিনিয়োগসংক্রান্ত সব সেবাকে দ্রুতই বিডা ওএসএস যুক্ত হতে হবে। গতকাল বিডার কনফারেন্স হলে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন ওএসএস বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

সালমান এফ রহমান বলেন, বিনিয়োগকারীদের সেবা গ্রহণের জন্য যেন অন্য কোনো অফিস বা দফতরে না যাওয়া লাগে সে জন্য সব সেবা বিডা ওএসএস পাওয়া যাবে। তিনি বিনিয়োগ সেবা স্বচ্ছ ও দ্রুত প্রদান করার জন্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন।

সর্বশেষ খবর