সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা
ইউনূসের বিরুদ্ধে অভিযোগ

নিজ প্রতিষ্ঠানকে সাড়ে ৯ কোটি টাকা ঋণ

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস করপোরেশন লিমিটেডকে বেআইনিভাবে সাড়ে ৯ কোটি টাকা ঋণ প্রদান, ঋণ মওকুফ ও কার্যাদেশ দেওয়ার অভিযোগ করেছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকে থাকাকালীন তিনি এ সুবিধা দিয়েছেন মর্মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর কাছে এ অভিযোগ করা হয়েছে। গতকাল রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রদীপ কুমার সাহা। এ সময় ব্যাংকের আইন উপদেষ্টা মাসুদ আখতারসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস প্রায়ই বলে থাকেন তিনি গ্রামীণ ব্যাংক থেকে কখনো ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা গ্রহণ করেননি। কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে পারিবারিক প্রতিষ্ঠান চট্টগ্রামে অবস্থিত প্যাকেজেস করপোরেশন লিমিটেডকে ঋণ দেওয়ার বিষয়টি উঠে এসেছে। পরিদর্শন প্রতিবেদনে দাতা সংস্থার শর্ত লঙ্ঘন করে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনায় আনা এবং ওই প্রতিষ্ঠানকে অর্থায়ন করার বিষয়ে আপত্তি উত্থাপিত হয়। প্রতিষ্ঠানটির মালিক ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও তার বাবা দুলা মিয়া এবং তার ভাই আবদুস সালাম ও মুহাম্মদ ইব্রাহীম। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন রিভিউ কমিটির প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নিরীক্ষা ফার্মের (১৯৮৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত) ৪০ বছরের কম্প্রিহেনসিভ নিরীক্ষা রিপোর্টে ড. মুহাম্মদ ইউনুসের নিজের ও পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান প্যাকেজেস করপোরেশনকে বেআইনিভাবে ঋণ প্রদান, ঋণ মওকুফ ও কোটি কোটি টাকার কার্যাদেশ প্রদান সম্পর্কিত ব্যাপক দুর্নীতির দালিলিক তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ খবর