সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা
মার্কিন আদালত

কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার নয়

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে অবস্থান করা অভিবাসীদের বিষয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টের জজ অটিস ডি রাইট রুলিং দিয়েছেন যে, ‘যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন অভিবাসীদের বাসায় হানা দিয়ে গ্রেফতার করা যাবে না। কারণ এটা যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রদত্ত নাগরিক অধিকারের পরিপন্থি। এ ছাড়া, কাগজপত্রহীনদের গুরুতর অপরাধী হিসেবেও চিহ্নিত করার সুযোগ নেই। তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের যে আদেশ জারি হয়- তা ফৌজদারি বিধি নয়, দেওয়ানি (সিভিল)। দেওয়ানি নির্দেশ কার্যকর করতে বাসায় গিয়ে দরজায় নক করার পর টার্গেটকে গ্রেফতারের এখতিয়ার ইমিগ্রেশন পুলিশের (আইস) থাকতে পারে না। এটা বেআইনি।’ গত সপ্তাহে এ রুলিং দেওয়া হয়। প্রেসিডেন্ট বুশের নিয়োজিত জজ তার রুলিংয়ে উল্লেখ করেছেন, ‘বহিষ্কারের আদেশ জারি হওয়া অভিবাসীকে গ্রেফতারের জন্য বাসার সীমানায় প্রবেশাধিকারও পুলিশের নেই। এটা সংবিধান পরিপন্থি।’ এদিকে এ রুলিংকে স্বাগত জানিয়ে অভিবাসীদের পক্ষে বলা হয়েছে, নিরাপদ জীবনের সন্ধানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো কাগজপত্রহীন অভিবাসীদের জন্য এটা বিশাল একটি বিজয়। আদালতে আবেদন জানানো সংস্থার অন্যতম ‘দ্য কোয়ালিশন ফর হিউম্যান রাইটস’র অ্যাটর্নি জিয়োভ্যানি সারম্যান গঞ্জালেজও এ রুলিংকে আইনগত বিজয় বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল তথা লস এঞ্জেলেস সিটি, ওরেঞ্জ, স্যান বারনারডিনো, রিভারসাইড, ভেঞ্চুরা, সান্টা বারবারা এবং স্যান লুইস ওবিসপোর জন্য এ নির্দেশ প্রযোজ্য হলেও ক্রমান্বয়ে তার বিস্তৃতি ঘটবে সারা আমেরিকায়।

সর্বশেষ খবর