মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

দেশে এখন চরম সংকট চলছে

নিজস্ব প্রতিবেদক

দেশে এখন চরম সংকট চলছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশে এখন চরম সংকট চলছে। কিন্তু জনগণের সেবা বা তাদের রক্ষা করা নয়, তারেক রহমানকে শাস্তি দেওয়াই সরকারের মূল লক্ষ্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সব কারাবন্দির মুক্তি দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরীর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন প্রমুখ।

নজরুল ইসলাম খান বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের অনেক মানুষ, সম্পদ ও জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে-এ নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। দেশে যখন এ চরম সংকট, যখন উপকূলীয় এলাকায় ১০ নম্বর সংকেত তখন দেশের প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনলাম তারেককে দেশে ফিরিয়ে এনে বিচার করার কথা। তিনি বলেন, দেশ যখন দুর্যোগে তখন তাঁর কাছে দেশের মানুষকে বাঁচানো, জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ নয়। একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, দুর্নীতি, অনাচার, মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় ব্যাংক লুট, রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি, সাবেক সেনা ও পুলিশ প্রধান আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরেও সেগুলো কোনোটাই মূল কাজ নয়। মূল কাজ তারেক রহমানকে এনে শাস্তি দেওয়া।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর