মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ১৮

প্রতিদিন ডেস্ক

টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে নারী, শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। এ সময় ভবন ও একটি ফুয়েল স্টেশন ধ্বংস হয়েছে। দেশটির ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাসে টর্নেডো আঘাত হানে। এতে অন্তত ২০ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটিও। সূত্র : সিএনএন, বিবিসি।

স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত এই তাণ্ডবের ঘটনা ঘটে। এর আগের দিনই জাতীয় আবহাওয়ার সেবা টেক্সাস এবং ওকলাহোমায় টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছিল। এই এলাকা কয়েকদিনের তাপপ্রবাহে বিপর্যস্ত ছিল। খবরে বলা হয়, ঝড়টি আঘাত হানার পর বাড়িঘর নিশ্চিহ্ন এবং একটি ট্রাক স্টপ ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা জানান, ওকলাহোমা সীমান্তের কাছে টেক্সাসের কুক কাউন্টিতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে শনিবার রাতেই টর্নেডো একটি মোবাইল হোম পার্কের কাছে গ্রামীণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। টর্নেডোর আঘাতে বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া হাইওয়েতে বেশ কিছু গাড়ি উল্টে যায়। আরকানসাসে অন্তত আটজন মারা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কিছু এলাকায় আকস্মিক বন্যাও দেখা দিয়েছে। ওকলাহোমার কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘এখানে এখন কেবল ধ্বংসাবশেষের চিহ্ন রয়ে গেছে। ধ্বংসযজ্ঞটি গুরুতর।’ স্টেট অফিস অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, ঝড়ের তীব্রতায় ওকলাহোমায় ২৪ হাজারেরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় টর্নেডোজনিত সতর্কতা বহাল রাখা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টির জন্য একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে যেসব মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য কর্মী নিযুক্ত করা এবং অর্থ দেওয়ার কথা বলা হয়েছে।

 

 

সর্বশেষ খবর