মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ০০:০০ টা

ভারতেও হতাহত বিধ্বস্ত ঘরবাড়ি

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমাল রবিবার রাতে আঘাত হানলে মোহাম্মদ সাজিদ (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। প্রবল বৃষ্টির কারণে কলকাতার এন্টালি এলাকায় একটি বাড়ির নিচে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ ওই বাড়ির কার্নিশ ভেঙে তার মাথার ওপর পড়ে। গুরুতর অবস্থায় তাকে নীলরতন সরকার (এনআরএস) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া ঝড়ে গাছ পড়ে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঝড়ের তাণ্ডব শুরু হয়। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। এর পর থেকেই প্রবল বর্ষণ শুরু হয় কলকাতাসহ উপকূলবর্তী জেলাগুলোয়। রাত যত গড়িয়েছে বৃষ্টির পরিমাণ বেড়েছে, সেই সঙ্গে ছিল বাতাসের দাপট। ঝড়ের তাণ্ডবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরসহ উপকূলবর্তী জেলা এবং গঙ্গা নদীর তীরবর্তী হাওড়া ও হুগলি জেলায় একাধিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে, কোথাও বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ ঘরছাড়া। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় একাধিক গবাদি পশুরও মৃত্যু ঘটেছে। কলকাতা করপোরেশন বিল্ডিংয়ের ভিতরেই একটি আম গাছ ভেঙে পড়ে। একাধিক জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কলকাতার পার্ক সার্কাস, এক্সাইড মোড়, ঠনঠনিয়া, পানিহাটি একাধিক জায়গায় পানি জমেছে। রিমালের সতর্কতা হিসেবে বিমান পরিষেবা বন্ধ রাখা হয় কলকাতা বিমানবন্দরে। হাওড়া রেলস্টেশন থেকে দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হয়, কিছু ট্রেনের গতিপথ বদল করা হয়। রেলের তরফে খোলা হয় কন্ট্রোল রুম। হাওড়া ডিভিশনের শালিমার রেলস্টেশনের ইয়ার্ডে থাকা দূরপাল্লার ট্রেনগুলো যাতে গড়িয়ে না যায় তার জন্য রেললাইনের সঙ্গে শেকল দিয়ে রেলের চাকা বেঁধে রাখা হয়, পাশাপাশি দুর্ঘটনা রুখতে লাগানো হয় ব্লক। দুর্যোগের প্রভাব পড়ে মেট্রো পরিষেবায়ও। কলকাতায় বিভিন্ন ফেরিঘাটে বন্ধ রাখা হয় লঞ্চ, যন্ত্রচালিত নৌকা পরিষেবা। বিভিন্ন জায়গায় রেললাইনের ওপর গাছ পড়েছে, সিগন্যালের পোস্ট উপড়ে পড়েছে, এ কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়েছে। ফলে গতকাল চরম অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ। সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কলকাতা বিমানবন্দরের বাইরে ভিআইপি রোডের ওপর পানি জমার কারণে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। একাধিক জায়গায় সৃষ্টি হচ্ছে যানজট পরিস্থিতির। আবার কোথাও কোথাও উল্টো ছবিও দেখা গেছে। রাস্তায় জমা পানির মধ্যে মাছ ধরতে বেরিয়ে পড়ে অনেকে।

 

 

 

সর্বশেষ খবর