শিরোনাম
বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

মামলা হলে বেনজীর বিচারের মুখোমুখি হবেন

নিজস্ব প্রতিবেদক

মামলা হলে বেনজীর বিচারের মুখোমুখি হবেন

মামলা হলে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অনেকে ভাবছেন বেনজীর আহমেদের বাড়ি তো টুঙ্গিপাড়া, তিনি ক্ষমা পেতে পারেন। কিন্তু মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে তাকে। অপরাধ করলে শাস্তি পেতে হবে। গতকাল দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদক স্বাধীনভাবে তদন্ত করছে। আরও তদন্ত হবে। অপরাধী হলে শাস্তি পেতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও দুদক তদন্ত করতে পারবে। ওবায়দুল কাদের বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। দুর্নীতির ব্যাপারে শেখ হাসিনা আপসহীন। বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য আজ অপপ্রচার করছে। তারা অপরাধীদের ক্ষমা করেছে। অপরাধীদের শাস্তি দেয়নি। এ দেশে হত্যার রাজনীতি, গুমের রাজনীতির গোড়াপত্তন হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাতে। ৩ হাজার নেতা-কর্মীকে গুম ও হত্যা করেছেন তিনি।

সরকার পরিবর্তন নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার পরিবর্তনের উপায় দুটি -একটা হলো গণঅভ্যুত্থান, আরেকটা হলো নির্বাচন। গণঅভ্যুত্থান বিএনপির গলাবাজিতে ছিল, বাস্তবে ছিল না। জনগণ সম্পৃক্ত ছিল না বলেই তাদের আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। তারা নির্বাচন বয়কট করার পরও ভোটার টার্ন আউট ৪২ শতাংশেরও বেশি। তারা বয়কট করে নির্বাচন ঠেকাতে পারেনি, জনগণের অংশগ্রহণও ঠেকাতে পারেনি। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, আবদুল আউয়াল শামীম ও সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর