বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

আজিজ-বেনজীররা কার সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

আজিজ-বেনজীররা কার সৃষ্টি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ কার সৃষ্টি- প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন আলোচনায় আসছে আজিজ-বেনজীরের অপকর্ম-দুর্নীতির বিষয়। এই আজিজ-বেনজীর কার সৃষ্টি? এটা তো তাদেরই (আওয়ামী লীগ) সৃষ্টি।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদ, যার আজকে হাজার-হাজার কোটি টাকার দুর্নীতির লুটপাটের তথ্য বেরিয়ে আসছে। আজ জেনারেল আজিজের কথা বলা হচ্ছে, কোথা থেকে কোথায় এসেছেন। এই আজিজ-বেনজীরকে তারাই (আওয়ামী লীগ) তৈরি করেছে, লালন করেছে। এই এক-দুটো ঘটনা না, চারদিকে তাকিয়ে দেখুন, অপকর্ম-লুটপাটের শত শত ঘটনা রয়েছে। এর জন্য এ সরকারের পদত্যাগ করা দরকার।’ তিনি আরও বলেন, ‘এই সরকারকে নিয়ে কথা বলতে আমার আর ইচ্ছা করে না। কত বলব? ওদের তো চামড়া মোটা হয়ে গেছে। এরা পচে গেছে, একেবারে দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে। আজকে চারদিকে তাকিয়ে দেখেন, শুধু তাদের দুর্নীতি আর দুর্নীতি। শুধু ঢাকায় নয়, জেলাশহরগুলোতেও দুর্নীতি আর দুর্নীতি। সব জায়গায় একই অবস্থা।’ মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবুল কালাম আজাদ, সাদেক আহমেদ খান প্রমুখ। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান এবং ঘূর্ণিঝড়ের তা-বে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

সর্বশেষ খবর