বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

সাড়ে ২১ লাখ গ্রাহক এখনো বিদ্যুৎহীন

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে এখনো বিদ্যুৎহীন আছে দেশের সাড়ে ২১ লাখ গ্রাহক। এ ঘূর্ণিঝড়ে মোট ৩ কোটি ৭ লাখ ৬২ হাজার ৭৮৩ জন গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর ২ কোটি ৮২ লাখ (৯৩ শতাংশ) গ্রাহককে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর ৩ লাখ ৯৫ হাজার ৫৩১ (৮৭ শতাংশ) গ্রাহকের বিদ্যুতের সংযোগ পুনরায় দেওয়া হয়।

প্রাথমিক তথ্য অনুসারে, রিমালের প্রভাবে বিদ্যুতের মোট ১০৩ কোটি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাত ১১টা পর্যন্ত আরইবির ৯৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ দেওয়ার চেষ্টা করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির দুর্যোগে আলোর গেরিলা ও আরইবির কারিগরি টিম, ঠিকাদারদের পর্যাপ্তসংখ্যক জনবলসহ বর্তমানে প্রায় ২৫ হাজার জনবল মাঠ পর্যায়ে কর্মরত আছেন। বাকি গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটারের কাজ বাড়ি বাড়ি গিয়ে করতে হবে।

সর্বশেষ খবর