বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

নির্বাচন বর্জন করলেন ওবায়দুল কাদেরের ভাই

ভোট দিতে না পারার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

অনিয়ম, জালভোট ও ৪০ কেন্দ্র দখলের অভিযোগে নোয়াখালীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। তামাশার ভোট বাতিল করে পুনঃতফসিলের দাবি জানিয়েছেন এই প্রার্থী। নিজের ভোট দিতে পারলেন না বলে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন চেয়ারম্যান প্রার্থী মন্ত্রীর ভাই সাহাদাত হোসেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দিতে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন এই প্রার্থী। এর আগে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ওবায়দুল কাদেরের      বাড়ির সামনে প্রার্থী এ ঘোষণা দেন। এ সময় ওবায়দুল কাদেরের ছোটভাই ও চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘আনারস মার্কার গোলাম শরীফ চৌধুরী পিপুলের পক্ষ নিয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে উনার ছেলে তাসিক মির্জা ও সরকারি চাকরিজীবী ভাগিনা রাহাতসহ একটি সন্ত্রাসী গ্রুপ আমার কর্মী ও এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। তারা সাড়ে ৮টার মধ্যে সিল মেরে সব ভোট শেষ করে দিয়েছে। মেয়র নিজে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট মারার অর্ডার দিয়ে নিজে ভোট মেরেছেন। গতরাতে আমার সমর্থকদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, বোমাবাজি ও কুপিয়ে জখম করেছে। যার কারণে অনেক এলাকায় আমার কর্মী ও এজেন্টরা বাড়ি থেকে বের হতে পারেনি। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাইনি। এমতাবস্থায় প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনারের কাছে ভোট বাতিল ও পুনঃতফসিল ঘোষণার জন্য আবেদন জানাচ্ছি। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে কোনো সমস্যা হয়নি। তাদের অভিযোগ সত্য নয়।

সর্বশেষ খবর