বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা
মালয়েশিয়ান হাইকমিশনার

কর্মী প্রবেশের সময় বাড়ানো হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম। গতকাল ঢাকায় কূটনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘৩১ তারিখের পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রবেশের সময় বাড়ানো হবে না। শুধু বাংলাদেশ না, ১৪ দেশের জন্যই সময় বাড়ছে না।’ হাইকমিশনার বলেন, ডেডলাইনের ব্যাপারে সরকার অনেক কঠোর। এই মুহূর্তে সময় বাড়ানোর বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এটা মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত এবং সরকারের উচ্চপর্যায়  থেকেই এ সিদ্ধান্ত এসেছে। হাইকমিশনার বলেন, বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে মালয়েশিয়া সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার কম খরচে বিশ্বমানের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পর্যটন সুবিধা দেওয়ার বিষয়ে তার দেশের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি দুই দেশের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে এটি হবে। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ৩১ মে তারিখের পর বাংলা?দেশসহ ১৫?টি দেশ থে?কে কোনো কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গত জানুয়ারি মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে বাংলাদেশসহ  ১৫টি দেশের সঙ্গে এ-সংক্রান্ত সমঝোতা চুক্তি পুনরায় করার অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, ভারত ও ইন্দোনেশিয়া থেকে কর্মী যায় মালয়েশিয়ায়। ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিবও অনুষ্ঠানে বক্তব্য দেন। 

সর্বশেষ খবর