বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ ০০:০০ টা

সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

মাহাবুবুল হাসান

নরসিংদীর রায়পুরায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান (৪০) খুন হয়েছেন।

তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটে। তিনি ভগিরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি।

ঘটনার ব্যাপারে পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, রাত ১২টার পর মেহেরপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে কয়েকজন সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছিলেন মাহাবুবুল হাসান। তিনি ওবায়দুল্লা টেক্সটাইলের সামনে পৌঁছলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা এ সময় গুলি বর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে তারা মাহাবুবুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এর একপর্যায়ে মাহাবুবুল হাসানের মাথা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার সময় মাহাবুবুলকে বাঁচাতে গিয়ে তার সঙ্গে থাকা দুজন গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন মাহাবুবুলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) মাহামুদুল কবির বাশার কমল বলেন, মাহাবুবুলের ঘাড়ের পেছনে বড় ক্ষত ছিল। ঘাড়ের রক্তনালিগুলোও কেটে গিয়েছিল। কানের একটা অংশ কাটা ছিল। হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার সঙ্গে আরও দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠাতে হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় রাজনীতি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাহাবুবুল হাসানের সঙ্গে একই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্তর মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনা ঘটেছিল। সর্বশেষ গত ৮ মে সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্রতা পায়। এ অবস্থায় শেকেরচর এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। অবশেষে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে। এর আগে নরসিংদী সদর হাসপাতালে দুপুর ১টায় ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। গতকাল বেলা ৩টায় মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুরের খালপাড় শাহি ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে ঈদগাহ গোরস্তানে দাফন করা হয়। এ সময় তাকে একনজর দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমান।

উল্লেখ্য, এ হত্যাকান্ডের ছয় দিন আগে একই কারণে সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকেও নৃশংসভাবে হত্যা করা হয়।

সর্বশেষ খবর