শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

লন্ডনে বিক্ষোভ সংঘর্ষ আটক ৪০

প্রতিদিন ডেস্ক

লন্ডনে বিক্ষোভ সংঘর্ষ আটক ৪০

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পুলিশ ও ফিলিস্তিন সমর্থক বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তিন পুলিশ আহত হয়েছে। বিবিসি।

পুলিশ জানিয়েছে, অন্তত ৮ থেকে ১০ হাজার বিক্ষোভকারী গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এলাকায় কর্মসূচি শুরু করেন। এ জন্য বিক্ষোভকারীদের একটি দল পুলিশের কাছে আবেদনও করেছিল। পুলিশের শর্ত ছিল তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন। আরও শর্ত ছিল, স্থানীয় সময় রাত ৮টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে। আবেদনকারীরা শর্তে রাজি হয়েও যথাসময়ে কর্মসূচি শেষ করেননি। ফলে পুলিশ কর্মসূচিতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, ইটপাটকেল ছুড়েছেন। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা কর্মীদের ওপর হামলা, মহাসড়কে বাধা সৃষ্টি এবং জনশৃঙ্খলা আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর