শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা
আসাদুজ্জামান খান

স্বাভাবিক জীবনে না ফিরলে ক্ষমা নয় জলদস্যুদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সব জলদস্যুকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। স্বাভাবিক জীবনে না ফিরলে তাদের ক্ষমা করা হবে না। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের র‌্যাব-৭ সদর দফতরে আয়োজিত জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে ‘১২ জলদস্যু বাহিনী’র এক নারী সদস্যসহ ৫০ জন অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস নির্মূল করতে গিয়ে র‌্যাবের ৩৩ জন সদস্য জীবন দিয়েছেন। হাজার হাজার সদস্য আহত হয়েছেন। অনেকের অঙ্গহানিও হয়েছে। তাই আমরা যে কোনো মূল্যে দস্যুতা দমন করব। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফ, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। আত্মসমর্পণকারী জলদস্যুদের মধ্যে বক্তব্য দেন মাহমুদ করিম ও জসীম উদ্দীন।

সর্বশেষ খবর