শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা

আজিজের অভিযোগ শিডিউলভুক্ত কি না

জানতে চেয়েছেন দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ দুদকের শিডিউলভুক্ত কি না তা জানতে যাচাইবাছাই কমিটিকে নির্দেশ দিয়েছেন।

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত বুধবার মার্কিন নিষেধাজ্ঞায় প্রকাশ পাওয়া আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে দুদক ব্যবস্থা না নিলে তিনি জনস্বার্থে হাই কোর্টে রিট করবেন।

সর্বশেষ খবর