শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা
আইএমও মহাপরিচালক

জলদস্যু প্রতিরোধে উদ্যোগ নিতে হবে রাষ্ট্রগুলোকেই

নিজস্ব প্রতিবেদক

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর মহাপরিচালক আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগেজ ভেলাসকো বলেছেন, ‘লোহিত সাগরে সোমালিয়ান জলদস্যু দ্বারা বিভিন্ন সময় জাহাজে আক্রমণ হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি, বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের জিম্মি করা হয়েছে। জলদস্যুদের প্রতিরোধে রাষ্ট্রগুলোকেই উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে আইএমওর আইনগত পদক্ষেপ নেওয়ার কোনো ক্ষমতা নেই। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চার দিনের সফরে গত বুধবার ঢাকায় এসেছেন আইএমও মহাপরিচালক ভেলাসকো। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনায় অংশ নেওয়ার আগে ভেলাসকো নৌপরিবহন মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে। এ সময় নাবিকদের ‘অন-অ্যারাইভাল ভিসা’ জটিলতা সমাধানের ব্যাপারে আইএমও চেষ্টা করবে এবং এ বিষয়ে সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ মুক্ত করার বিষয়ে আইএমওর পূর্ণ সহযোগিতা এবং আইএমওর মাধ্যমে অন্যান্য দেশের সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী ভেলাসকোকে ধন্যবাদ জানান। এমভি আবদুল্লাহ মুক্ত করার ব্যাপারে বাংলাদেশের সিরিয়াসনেসের প্রশংসা করেন আইএমও মহাপরিচালক। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমও মহাপরিচালক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, আইএমওর মাধ্যমে বাংলাদেশ ছোট দ্বীপ ও আফ্রিকান স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য বঙ্গবন্ধুর নামে সামুদ্রিক খাতে ১০টি ক্যাডেট প্রশিক্ষণ বৃত্তি চালু করতে চায়।

সর্বশেষ খবর