শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা
মির্জা ফখরুল ইসলাম

দেশ এখন লুটেরা মাফিয়ার দখলে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, লুটেরা মাফিয়াদের দখলে চলে গেছে। এরা একদিকে মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে, অন্যদিকে দেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করছে। তিনি বলেন, এদের মূল লক্ষ্যই হচ্ছে দেশকে একটা পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্র এবং সেবাদাসে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশা আল্লাহ বিজয়ী হব।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বেলা ১১টায় দলের সিনিয়র নেতাদের নিয়ে মির্জা ফখরুল কবর প্রাঙ্গণে আসেন। পুষ্পমাল্য অর্পণের পর মরহুম নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। মরহুম জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে যথাযথ মর্যাদায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দিবসটি পালন করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ডা. ফরহাদ হালিম ডোনার, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর দুপুরে আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতাল, হাই কোর্ট মাজার প্রাঙ্গণে, সেগুনবাগিচায়, শাহজাহানপুর, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আওতাধীন বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা নেতৃত্ব দেন। এ উপলক্ষে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। বিএনপি ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সর্বশেষ খবর