শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা
নিউইয়র্কে হাছান মাহমুদ

বিভ্রান্তি ছড়াতে এজেন্ট নিয়োগ করেছে বিএনপি-জামায়াত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে আওয়ামী লীগের মতবিনিময় সভায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত চক্র দেশ এবং সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ করেছে। এসব তথ্যের বিপরীতে দলীয় নেতা-সংগঠকদের সঠিক তথ্য তুলে ধরতে হবে।

৩০ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেস মিলনায়তনের এ সমাবেশে তিনি আরও উল্লেখ করেন, বিএনপি দেশের মানুষের কাছে যায় না। বরং তারা যায় দিনের ঠিকানা নয়াপল্টনে আর রাতের ঠিকানা বিভিন্ন এম্বাসিতে। কিন্তু ক্ষমতার মালিক কোনো বিদেশি রাষ্ট্র নয়, কিংবা বিদেশি রাষ্ট্রদূতেরাও নয়। ক্ষমতার মালিক দেশের জনগণ। হাছান মাহমুদ বলেন, ‘তারা চেষ্টা করেছিল নির্বাচন ভ-ুল করতে। আর সেজন্য তারা ২৮ অক্টোবর বাইডেনের ভুয়া উপদেষ্টাকে হাজির করে। সেই উপদেষ্টা কথিত সংবাদ সম্মেলনে শুধু ইংরেজি বলছিল। আর পুলিশ যখন তাকে ধরে নিয়ে গেল তখন সে গড়গড়িয়ে বাংলা বলতে লাগল। এর আগে তারা ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষরও জাল করেছিল। এতে দেখিয়েছিল কংগ্রেসম্যানেরা বিএনপির পক্ষে বিবৃতি দিয়েছেন। তারপর তারা অমিত শাহের (ভারতীয় জনতা পার্টির নেতা) ফোন করার তথ্য দিয়েছিল। পরে অমিত শাহের অফিস থেকে বলা হলো, ওই কণ্ঠ অমিত শাহের নয়, অমিত শাহের অফিস থেকে কোনো ফোন করা হয়নি। এসব উদ্ভট কান্ড করে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে আসছে।’ হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ পরপর চারবার রাষ্ট্রক্ষমতায়। ফলে এখন সবাই আওয়ামী লীগ করতে চায়। কিন্তু মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটি গণসংগঠন। অবশ্যই সবার জন্য দুয়ার খোলা। তবে আমাদের চোখ-কান খোলা রাখতে হবে, যেন উল্টাপাল্টা মানুষ নৌকায় না উঠতে পারে।’ অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর