শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

বিএনপি ধ্বংস করতে খালেদা জিয়াকে বন্দি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ধ্বংস করতে খালেদা জিয়াকে বন্দি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপিকে ধ্বংস করতে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। সরকারের সে হীন প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবেন’। যেদিন তারেক রহমান দেশে আসবেন- সেদিন জনতার ঢেউয়ে আপনারা কোথায় ভেসে যাবেন তা চিন্তা করুন। এ সময় দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অতীতের মতো ছাত্রসমাজকে আবারও রাজপথে আন্দোলন গড়ে  তোলার আহ্বান জানান তিনি।

গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু আফসান ইয়াহিয়া, আমানউল্লাহ আমান, জাহাঙ্গীর আলম, শরিফ প্রধান শুভ প্রমুখ। গয়েশ্বর চন্দ্র বলেন, বর্তমান ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি, ধর্ষণ ইত্যাদি নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত। ছাত্ররাজনীতির নামে তারা যা করছে, তা ছাত্রসমাজের তথা জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়। আজকে ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে যেতে দেওয়া হয় না, গেলে তাদের রক্তাক্ত হতে হয়। বর্তমান ফ্যাসিবাদী সরকারের শাসনামলে গত ১৫-১৬ বছরে কত যে সম্ভাবনাময় জীবন শেষ হয়ে গেছে তার কোনো হিসাব নেই। আমরা বিশ্বাস করি ছাত্ররাই কেবল এ অবস্থার পরিবর্তন আনতে পারে। ছাত্র বলতে শুধু জাতীয়তাবাদী ছাত্রদল নয়, সব ছাত্রসমাজ। এ ছাত্ররা যেদিন ক্যাম্পাস থেকে রাজপথে বেরিয়ে এসেছে, সেদিন আর কোনো সরকার টিকেনি। তিনি বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ছাত্রদলকে শেষ পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান।

সর্বশেষ খবর