শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা
ওবায়দুল কাদের

বেনজীরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজীর আহমেদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়। দুর্নীতি দমন কমিশন-দুদক তার বিরুদ্ধে পাওয়া দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। দুদক যদি মামলা করে, পরে আদালত ঠিক করবেন তাকে গ্রেফতার করবেন নাকি জেলে পাঠাবেন। এখানে সরকারের কিছু করার নেই।

গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে সরকার দুর্নীতিবাজদের যথাযথ বিচার করছে। সরকার বিচার করছে কি না, আমাদের সেদিকেই লক্ষ্য রাখা উচিত। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশপ্রধান বেনজীর আহমেদের মতো যারা দুর্নীতিগ্রস্ত আছে বিএনপি তাদের তালিকা করবে-এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমে বিএনপি নেতাদের নাম আসবে। কারণ দুর্নীতি-লুটপাটে তারা শিরোমণি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর