শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

কেউই আইনের ঊর্ধ্বে নয় : বাইডেন

প্রতিদিন ডেস্ক

সাবেক পর্নোস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার ঘটনায় কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি বর্তমান  প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তাঁর পক্ষে তাঁর প্রতিনিধি হিসেবে বিবৃতি দিয়ে ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনি প্রচার টিমের পরিচালক মাইকেল টেইলার এবং হোয়াইট হাউস মুখপাত্র ইয়ান স্যামস বলেছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, সেটাই প্রমাণিত হলো’। সূত্র : সিএনবিসি।

বিবৃতিতে তারা বলেন, আদালতের রায় নিয়ে সমর্থকদের উচ্ছ্বসিত হতে বারণ করেছেন জো বাইডেন। এর পরিবর্তে তিনি সমর্থকদের নির্বাচনের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন জনগণকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ওভাল অফিসে (আমেরিকার  প্রেসিডেন্ট কার্যালয়) না রাখার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, কেবল ব্যালট বাক্সের মাধ্যমেই ট্রাম্পকে ওভাল অফিসের বাইরে রাখা সম্ভব।

এদিকে রায় ঘোষণার পর হোয়াইট হাউসের কাউন্সিল কার্যালয়ের মুখপাত্র ইয়ান স্যামস এক বিবৃতিতে বলেন, ‘আদালতের রায়কে সম্মান জানাচ্ছি। এর বেশি কিছু আর বলার নেই।’

সর্বশেষ খবর