রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা
ভারতে এমপি আনার খুন রহস্য

আলোচনায় কাঠমান্ডু

সিয়ামের সঙ্গে দেখা করতেই যান শাহিন, ২২ ঘণ্টা পর উড়াল দেন দুবাই, ডিবি এখন নেপালে

সাখাওয়াত কাওসার

আলোচনায় কাঠমান্ডু

কেবল সিয়ামের সঙ্গে দেখা করতেই ঢাকা থেকে নেপাল গিয়েছিলেন আক্তারুজ্জামান শাহিন। ২২ ঘণ্টা নেপালের কাঠমান্ডুতে অবস্থান করে চলে যান দুবাই। এখন তার অবস্থান যুক্তরাষ্ট্রে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার নিখোঁজ রহস্যের মূল পরিকল্পনাকারী হিসেবে শাহিনকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, সিয়ামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদায় করা সম্ভব হবে। ইতোমধ্যে বাংলাদেশি গোয়েন্দারা নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছেন। কূটনৈতিক চ্যানেলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনার সবুজ সংকেতও পেয়েছেন তারা।

জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল নেপাল যায়। এ টিমে এনসিবি, ঢাকার সদস্য অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুর রহমানও রয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ইদানীং বাংলাদেশের অনেক সন্ত্রাসী পালানোর জন্য নেপালের কাঠমান্ডু রুট হিসেবে ব্যবহার করছেন। সংসদ সদস্য আনার হত্যার মূল মাস্টারমাইন্ড আকতারুজ্জামান শাহিন কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে গেছেন। আরও অনেক আসামি এখানে আত্মগোপনে থাকতে পারেন বলে আমাদের কাছে খবর আছে। মূলত আমরা তদন্তের কাজে নেপাল যাচ্ছি। আমরা কাঠমান্ডু পুলিশের সঙ্গে ইন্টার-অ্যাকশন ও তদন্তকাজে সহযোগিতা চাইব। নেপালে বাংলাদেশ দূতাবাসের এক সূত্র বলছেন, বাংলাদেশ দূতাবাসের অনুরোধে নেপালি কর্তৃপক্ষ কড়া নজরদারিতে রেখেছে সিয়ামকে। সূত্র আরও বলছেন, গত ৩ মে বাংলাদেশ থেকে নেপালে যান সিয়াম। ৬ মে সড়কপথে ভারতে প্রবেশ করেন। পরে ১৮ মে সিয়াম পুনরায় ভারত থেকে নেপালের কাঠমান্ডু যান। সেদিনই থামেল এলাকার একটি হোটেলে তার সঙ্গে দেখা করেন শাহিন। ২২ মে পর্যন্ত থামেল এলাকার ওই হোটেলেই অবস্থান করেন সিয়াম। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারির বিষয়টি টের পেয়ে থামেল ত্যাগ করলেও তাকে নজরদারিতে রাখেন নেপালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমপি আনার নিখোঁজের ঘটনায় মামলার তদন্তসংশ্লিষ্টরা বলছেন, অবশ্যই সিয়ামের কাছে এমপি আনারের নিখোঁজ ঘটনার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কোনো কিছু ছিল। এ কারণেই শাহিন ঢাকা থেকে নেপালে গিয়েছিলেন। ফাইজুল ওরফে সিয়াম হাসান নামে নেপালে একজনকে আটক করা হয়েছে। সেজন্যই কি আপনারা নেপাল যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা হারুন বলেন, আমরা কাঠমান্ডু যাচ্ছি তথ্য সংগ্রহ করতে। ভবিষ্যতে যাতে কোনো অপরাধী অপরাধ সংঘটিত করে নেপালে বা কাঠমান্ডু যেতে না পারে সে বিষয়টি আমরা কাঠমান্ডু পুলিশকে জানাব। আরেক প্রশ্নের জবাবে হারুন বলেন, কলকাতা পুলিশের হাতে গ্রেফতার জিহাদ হাওলাদারকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। বাংলাদেশে আমাদের মূল আসামি কয়েকজন আছে। তাদের সঙ্গে তো কথাবার্তা হয়েছেই। এমপি আনার হত্যায় জড়িতরা ছাড়াও অনেক অপরাধী কিন্তু কলকাতা রুটকে ব্যবহার করছে। সংসদ সদস্য আনার হত্যায় জড়িতরা যে কলকাতা রুট ও কাঠমান্ডু রুট ব্যবহার করেছে সেটা আমরা কলকাতাকে যেমন বলেছি, নেপালকেও বলব। প্রসঙ্গত, ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গের বরাহনগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম আনার। বাড়ি থেকে বেরোনোর পাঁচ দিন পর ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এর পরও খোঁজ মেলেনি তিনবারের এই সংসদ সদস্যের। ২২ মে খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজিম খুন হয়েছেন। ঘরের ভিতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে মেলেনি লাশ। এ ঘটনায় ওই দিনই ঢাকার শেরেবাংলানগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

সর্বশেষ খবর