রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

সম্পত্তি ক্রোক লোক দেখানো : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য ‘লোকদেখানো’। সরকার বলল, তার সম্পত্তি ক্রোক করা হয়েছে। আদালত থেকে বলা হলো, দুদক মামলা করেছে। তাকে কোথাও যেতে দেওয়া হবে না। তারপরও সরকারের চোখের সামনে নাকের ডগার ওপর দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইনসে করে চলে গেছেন। কিন্তু তিনি কীভাবে গেলেন? গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, পত্রিকায় দেখলাম, বেনজীর চলে গেছেন, ‘হি লেফট দ্য কান্ট্রি’। মে মাসের ৪ তারিখে সপরিবারে চলে গেছেন। যাওয়ার আগে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তিনি খালি করে গেছেন। ফিক্সড অ্যাকাউন্টগুলোতে ৬০ কোটি টাকার মতো ছিল বলে পত্রিকায় এসেছে, হয়তো আরও বেশিও হতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের লোকেরা যে বলে বেড়াচ্ছেন- কেউ ছাড় পাবে না, আমরা সবার বিচার করি। আপনারা কি বাংলাদেশের সব মানুষকে আহম্মক মনে করেছেন? সবাই বোঝে, এগুলো সব আপনাদের লোক দেখানো প্রতারণা। এরা অসংখ্য আজিজ-বেনজীর তারা তৈরি করেছে। এরা বাংলাদেশটাকে একটা লুটের সামাজ্যে পরিণত করেছে।  আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর পরিচালনায় সভায় অধ্যাপক দিলারা চৌধুরী, সাংবাদিক রুহুল আমিন গাজী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী এস ইসলাম, অধ্যাপক আবদুল কুদ্দুস, অ্যাডভোকেট মাসুম আহমেদ তালুকদার, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডী, অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক শামসুল আলম সেলিম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু প্রমুখ পেশাজীবী নেতা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর