রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

দুদকে ৬ জুন না এলে ব্যবস্থা : আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের জন্য ৬ জুন পর্যন্ত দুদক অপেক্ষা করবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করা হচ্ছে বেনজীর আহমেদ  ৬ তারিখে দুদকের মুখোমুখী হবেন।

গতকাল গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। দুদক ৬ ও ৯ জুন বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। কিন্তু ওই তারিখে বেনজীর আহমেদ কমিশনে আসবেন কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জাসহ তাদের দুই মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। গত ২৮ মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তলবের এই চিঠি পাঠানো হয়। দুদক জানায়, এরই মধ্যে আদালতের আদেশে বেনজীর পরিবারের মালিকানাধীন গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট, গোপালগঞ্জে ৩৪৫ বিঘা ও মাদারীপুরে ২৭৩ বিঘা জমি জব্দ এবং অসংখ্য ব্যাংক ও বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে দুদক।

সর্বশেষ খবর