রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

বিশ্বকাপ শুরু নানা রেকর্ডের হাতছানি

আসিফ ইকবাল

বিশ্বকাপ শুরু নানা রেকর্ডের হাতছানি

ক্রিকেট বিশ্বের প্রথম ম্যাচ খেলেছে কোন দুটি দল? আরেকটু সহজ করে বললে কোন দল প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে? প্রথম প্রশ্নের উত্তর হয়তো কঠিন। তবে দ্বিতীয়টি বেশ সহজ। দ্বিতীয়টির উত্তর ১৮৭৭ সালে মেলবোর্নে প্রথম টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আপনি কি জানেন, এর চেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট ম্যাচের রেকর্ড রয়েছে। ১৮৪৪ সালে যুক্তরাষ্ট্র ও কানাডা তিন দিনের ম্যাচ খেলেছিল। জিতেছিল কানাডা। ওই ম্যাচটির পর দল দুটি আর সেভাবে ক্রিকেট খেলেনি। মজেছে বাস্কেটবল, সকার, অ্যাথলেটিকস, সাঁতার, বেসবল নিয়ে। অবশ্য দল দুটি এখন ক্রিকেট খেলছে না, এমন নয়। খেলছে অভিবাসীদের গড়া দল নিয়ে। দুই দল সেই ম্যাচের প্রায় ১৮০ বছর পর পুনরায় মুখোমুখি হচ্ছে। ডালাসে আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় টি-২০ বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচে মুখোমুুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা। পত্রিকা হাতে পাওয়ার পর অনেকে ম্যাচটির ফলও জেনে যাবেন। দেশ দুটি এবারই প্রথম ২০ ওভারের বিশ্বকাপ খেলছে। যুক্তরাষ্ট্র খেলছে ওয়েস্ট ইন্ডিজের সহযোগী আয়োজক হিসেবে। কানাডা খেলছে বাছাইপর্ব টপকে। একই দিন রাত সাড়ে ৮টায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অনিন্দ্যসুন্দর শহর গায়ানায় মুখোমুখি হবে ২০১২ ও ২০১৬ সালের টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনি।  এবারই প্রথম টি-২০ বিশ্বকাপে ২০টি দল খেলছে। বাংলাদেশ প্রথম থেকে টানা নবম আসর খেলছে। টাইগারদের প্রথম ম্যাচ ৮ জুন ডালাসে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। এবারের বিশ্বকাপে প্রথমবারের যুক্তরাষ্ট্র ও কানাডা ছাড়াও প্রথমবার খেলছে আফ্রিকার দেশ উগান্ডা। দেশটি জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো ক্রিকেট খেলুড়ে দেশকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা নিয়ে চমকে দিয়েছে। বাংলাদেশ খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। নাজমুল এবারই প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন টাইগারদের।  ২০ দলের বিশ্বকাপ এবার বেশকিছু রেকর্ডসকে ভেঙে ফেলার হাতছানি দিচ্ছে। দুবার করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে ২০০৯ ও ২০২২ সালে এবং ক্যারিবীয়রা ২০১২ ও ২০২২ সালে। এবার তাদের কাতারে নাম লেখাতে পারে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। অবশ্য অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলে এককভাবে একটি অনন্য রেকর্ডের মালিক হবে। প্রথম ও একমাত্র দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বে। এবার ২০ দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার এইটে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে চার দল সেমিফাইনাল খেলবে। গ্রুপ পর্বে কোনো রিজার্ভ ডে নেই। নকআউট পর্বে রয়েছে রিজার্ভ ডে এবং প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে নেই। এ নিয়ে সমালোচিত হচ্ছে আইসিসি। ক্রিকেটের শাসক সংস্থা বলছে, ফাইনালের আগে বিরতি কম বলেই রিজার্ভ ডে রাখা হয়নি। লিগ পর্বে ম্যাচের ফল হবে কমপক্ষে ৫ ওভারের এবং নকআউট পর্বে ১০ ওভারে।

সর্বশেষ খবর