রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

ঢাকায় প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকি বাড়ছে

ঢাকায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও অভিবাসনের ফলে ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বাড়ছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল রাজধানীর হোটেল শেরাটনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত দুই দিনব্যাপী ‘অন আরবান আর্থকোয়েক রেজিলিয়ান্স’ শীর্ষক ইন্টারন্যাশনাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দ্রুত নগরায়ণ, নির্মাণ নিয়ন্ত্রণের অভাব এবং নৈতিকতার অবক্ষয়ের কারণে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বেশ কয়েকটি জেলা-শহর অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জনসংখ্যা বৃদ্ধি ও আইনের সঠিক প্রয়োগের অভাবে শহরের উন্মুক্ত স্থানগুলো বেদখল হয়ে যাচ্ছে। নির্মাণের মান নিয়ন্ত্রণ, বিল্ডিং কোড এবং অন্যান্য মান মেনে চলার যে প্রক্রিয়া বর্তমানে তা অপর্যাপ্ত বলে মনে করা হয়। সেমিনারে গেস্ট অব অনার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ঢাকায় গত ১২৫ বছরে বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি। বিশেষজ্ঞরা বলছেন দ্রুতই বড় ধরনের ভূমিকম্প হতে পারে। তাই এ বিষয়ে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করতে হবে। ভূমিকম্পের ঝুঁকি হ্রাসের জন্য বিল্ডিং কোডের প্রয়োগ ও বাস্তবায়ন, তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে অবকাঠামোগত নকশা পরীক্ষা ও পরিদর্শন এবং গুণগত ও নিরাপদ নির্মাণ নিশ্চিত করতে হবে। এজন্য সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান-সবাইকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করতে হবে। রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবিরুল ইসলাম। অনুষ্ঠানে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ, বিশ্বব্যাংক, ইউএসএআইডি, জাইকা, এডিবি, আইইবি, বিআইপি, আইডিইবির প্রতিনিধিসহ দেশি ও আন্তর্জাতিক ভূমিকম্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর