রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান বাইডেনের

প্রতিদিন ডেস্ক

ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপে বাইডেন এ আহ্বান জানান। এ বিষয়ে তিনি একটি প্রস্তাব তুলে ধরেছেন। সূত্র : টাইমস অব ইসরায়েল।

অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে গত শুক্রবার এ প্রস্তাব উত্থাপন করেন জো বাইডেন। প্রস্তাব অনুযায়ী, প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে। তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। একই সময়ে কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল, আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের- যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও। এরপর গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে। সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে। হামাস যুদ্ধবিরতির এ প্রস্তাবকে ‘ইতিবাচক’ বললেও বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। তিনি উল্লেখ করেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সর্বশেষ খবর