শিরোনাম
সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

মে মাসে রেমিট্যান্স ২২৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মে মাসে প্রবাসীরা ২২৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেশি। ২০২৩ সালের মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৭০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, সাধারণভাবে প্রতিবছর দুই ঈদের আগেই পরিবার-স্বজনদের কাছে বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা। সামনে ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ডলার। আর মার্চে ১৯৯ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল।

সর্বশেষ খবর