মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

নিষেধাজ্ঞা না থাকায় বেনজীর বিদেশ যেতেই পারেন

নিজস্ব প্রতিবেদক

নিষেধাজ্ঞা না থাকায় বেনজীর বিদেশ যেতেই পারেন

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ যে কোনো জায়গায় যেতে পারেন। তাকে দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি প্রয়োজনে বিদেশ যেতেই পারেন। ৬ জুন দুদকের তলবে হাজির হচ্ছেন কি না সেটিই এখন দেখার বিষয়। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। দুদক স্বাধীনভাবে কাজ করছে। ফলে আজিজ আহমেদ ও বেনজীরের বিষয়গুলো সামনে এসেছে। আদালত স্বাধীনভাবে কাজ করায় বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন। জাতিসংঘ মহাসচিব যেখানে প্রশংসা করেছেন, সেখানে ডয়চে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই। এ প্রতিবেদন অন্তঃসারশূন্য।

সর্বশেষ খবর