শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

মেক্সিকোতে ইতিহাস গড়ে নারী প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মেক্সিকোতে ইতিহাস গড়ে নারী প্রেসিডেন্ট

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে শাসক দল মরেনা পার্টির প্রার্থী ক্লদিয়া শেইনবাম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। রাজধানী নগরী মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লদিয়া পেয়েছেন ৫৮ শতাংশের বেশি ভোট। তিনি নির্বাচিত হয়েছেন ছয় বছরের জন্য। মেক্সিকোর ২৫০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী প্রেসিডেন্ট। ৬১ বছর বয়সি ক্লদিয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সম্মিলিত বিরোধী দলের প্রার্থী যোসিটি গ্যালভেজ। ক্লদিয়া ও গ্যালভেজ ইহুদি বংশোদ্ভূত। ফলাফল ঘোষণার পরই মেক্সিকো সিটি হোটেলের সামনে জড়ো হওয়া সমর্থকদের বিজয় উল্লাসে বক্তব্যকালে ক্লদিয়া বলেন, এটা হচ্ছে মেক্সিকানদের অবিস্মরণীয় বিজয়- যা আমাদের জাতীয় অগ্রগতিকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে এবং জনগণের এ রায় নিয়ে কখনোই আমি গণতান্ত্রিক অধিকারকে খর্ব করব না।

ক্ষমতাকে কেন্দ্রীভূত করার প্রশ্নই ওঠে না। ঐতিহাসিকভাবেই আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করব। একদলীয় স্বৈরশাসনের প্রশ্নই ওঠে না। বিদায়ী প্রেসিডেন্ট লোপেজ অবরেডোর বামপন্থি এবং ল্যাটিন আমেরিকার সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক ছিলেন। তবে দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতাকে কেন্দ্রীভূত করেন এবং অর্থনীতি ও জননিরাপত্তায় সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল হওয়ায় কঠোর সমালোচনা রয়েছে সুধীজনে। মেক্সিকো যুক্তরাষ্ট্রের শুধু নিকট প্রতিবেশীই নয়, এক নম্বর ট্রেডিং পার্টনারও। গাড়ি প্রস্তুত থেকে ফলমূল উৎপাদনেও মেক্সিকো সর্বাত্মক সহায়তা দিয়ে আসছে বহুদিন যাবৎ। ক্লদিয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে মেক্সিকানদের ঢুকে পড়ার সমস্যাটির অবসান ঘটবে এবং নেশাজাতীয় দ্রব্য পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বলে আশা করছে বাইডেন প্রশাসন। বিজয়-সমাবেশে ক্লদিয়া আবারও অঙ্গীকার করেছেন, তিনি ব্যবসায়ী সমাজের সহযোগিতা নিতে কুণ্ঠাবোধ করবেন না। বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবেন। পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবেন। তিনি বলেন, আমরা সীমান্তের অন্য পাড়ের বাসিন্দাদের স্বার্থ সুরক্ষায় সদা তৎপর থাকব।

 

 

সর্বশেষ খবর