মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া

ক্রীড়া প্রতিবেদক

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালের কথা নিশ্চিত মনে আছে সবার। পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টি-২০ ক্রিকেটে আরও বহু ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে। ২০ ওভারের বিশ্বকাপে সর্বশেষ ২০১২ সালে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফল নির্ধারিত হয়েছিল সুপার ওভারে। গতকাল চলমান বিশ্বকাপে নামিবিয়া-ওমান ম্যাচটির ফল নির্ধারিত হয়েছে সুপার ওভারে। টানটান উত্তেজনার ম্যাচটি জিতেছে আফ্রিকান প্রতিনিধি নামিবিয়া। সুপার ওভারে নামিবিয়ার ২১ রানের জবাবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান সংগ্রহ করে ১০ রান। নির্ধারিত ২০ ওভারের ম্যাচে ওমানের সংগ্রহ ছিল ১০৯ রান এবং নামিবিয়া করেছিল ৬ উইকেটে ১০৯ রান। ‘বি’ গ্রুপে নামিবিয়ার পরের ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে ৬ জুন বার্বাডোসে, রাত ১টায়। ওমানের পরের ম্যাচ একই দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায়। ব্রিজটাউনে প্রথম ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১০৯ রান করে ওমান। ৬ ওভারের পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৬ রান তোলার পর নামিবিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি। দলকে শয়ের ঘর টপকে নিয়ে যান জিশান মাকসুদ ও খালিদ খাইল। জিশান ২২ রান করেন ২০ বলে ৪ চারে। খালিদ ৩৪ রান করে ফিরতি ক্যাচ দেন ম্যাচসেরা ডেভিড ওয়েইজেকে। ৩৯ বলের ইনিংসটিতে ছিল ১টি চার ও একটি ছক্কা। নামিবিয়ার পক্ষে রুবেন ট্রুমপেলম্যান ২১ রানে ৪টি ও ওয়েইজে নেন ৩ উইকেট। ১১০ রানের টার্গেটে জয়ের জন্য নামিবিয়ার শেষ ওভারে দরকার ছিল মাত্র ৫ রান। বাঁ হাতি পেসার মেহরান খানের ওভারে ৪ রানের বেশি নিতে পারেননি ওয়েইজে। শেষ বলে ২ রান দরকার ছিল নামিবিয়ার। বাই রানে এক নিয়ে টাই হয়। এরপর গড়ায় সুপার ওভারে। ওয়েইজে ও এরাসমুস জুটি বিলাল খানের ওভারে এক ছক্কা ও ৩ চারে ২১ রান নেন। ওয়েইজের ওভারের প্রথম ৫ বলে নেন ৪ রান। জয় নিশ্চিত হয়ে যায় নামিবিয়ার। যদিও শেষ বলে ছক্কা মারেন আকিব। কিন্তু ব্যবধান ১১ রান রয়ে যায়।

 

সর্বশেষ খবর